লাখাইয়ের আঞ্চলিক মহাসড়ক থেকে আব্দুল গণি রাস্তাটি করাব গ্রামে ভেতর দিয়ে প্রবেশ করে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের পাশ্ব দিয়ে আঞ্চলিক মহাসড়কে সংযুক্ত হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে অসংখ্য খানা খন্দ ও পাড় ভেঙে সরু হয়ে যাওয়ায় যাত্রীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে করাব গ্রামের কয়েক শত মানুষকে।
রাস্তাটিতে চলাচলে বিশেষ করে শিশু, বয়স্ক, শিক্ষার্থী ও গর্ভবতী নারীরা পড়ছেন মারাত্মক সমস্যায়। এ ছাড়া জরুরি কোনো রোগীর জন্য অ্যাম্বুলেন্স আসার মতো কোনো ব্যবস্থাও নেই। এ ছাড়া কৃষিকাজ, ফসল আনা-নেয়া এবং গ্রাম থেকে উপজেলা ও হবিগঞ্জ শহরে যেতে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। অ্যাম্বুলেন্স আসতে না পারায় গর্ভবতী নারীরা পড়ছেন বিড়ম্বনায়। সড়কের বেহাল অবস্থার কারণে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে এ এলাকা। সরজমিন দেখা যায়, বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়ে কয়েকটি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মধ্যে রাস্তা ঘেঁষে কয়েকটি পুকুরের জলাশয় রাস্তাটির বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে রাস্তা সরু হওয়ার কারনে যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট বিভাগ সংস্কারে কোন পদক্ষেপ নিচ্ছেনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ যাত্রী, সিএনজি, টমটম, অটোরিকশাসহ মালামাল পরিবহনে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। রাস্তায় চলাচলকারী সিএনজি চালক আমির হোসেন জানান ভাঙ্গা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকি।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় এবং রাস্তার কিনার ঘেঁষে পুকুর থাকায় পাড় ভেঙে প্রতিনিয়ত রাস্তাটি সরু হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এহেতাশানুল হক বলেন, আমরা রাস্তাটি মেরামতের জন্য (ঠজজচ) তে প্রস্তাব পাঠাইয়াছি।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২