image
ছবিঃ সংগৃহীত

দোহারে তিনটি বালুবাহী ট্রাক জব্দ

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় মেঘুলা বাজারে বালুবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংর্ঘষের পর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পরিবেশ দূষণের দায়ে ৩টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সোহেল বেপারী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ মাধ্যম, স্থানীয় সাধারণ মানুষ এবং দোহার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের দাবির মুখে দোহার উপজেলা প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেন। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। বেপরোয়া যান চলাচল রুখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেই সঙ্গে ?নিরাপদ দোহার গড়তে প্রশাসনের ওপর নির্ভরের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোনো অনিয়ম বা বেপরোয়া গতি দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান রইলো।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্করসহ পুলিশের একটি দল।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি