image
ছবিঃ সংগৃহীত

চাটখিলে পিকাপের নিচে চাপা পড়ে নারী নিহত

প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে গতকাল মঙ্গলবার দুপুরে পিকাপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এক নারী। নিহত আলেয়া বেগম (৪৪) খিলপাড়া ইউনিয়নের সানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত শাহজাহানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলেয়া বেগম ব্যক্তিগত কাজে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে অবস্থিত খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকাপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আলেয়া রাস্তার পাশে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় বাজারের উপস্থিত জনতা ঘাতক পিকাপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পিকাপ চালক মো. লিমন (২০) খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদি বাড়ির জামাল হোসেনের ছেলে।

এই ব্যাপারে চাটখিল থানায় একটি মামলা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি