আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেড জোন হিসেবে চিহ্নিত চট্টগ্রামের রাউজান উপজেলায় যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এই মহড়া শুরু করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। মহড়ায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অংচিং মারমাসহ ২০টি মোটরসাইকেল ও ৪টি পিকাপে শতাধিক পুলিশ সদস্য এবং ২ পিকাপ সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপজেলার সর্বস্থরের মানুষ যাতে নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে এই মহড়া।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২