image
ছবিঃ সংগৃহীত

রাঙ্গুনিয়ায় যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

রাঙ্গুনিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সাত দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) বিকেলে যুব স্কোয়াড রাইডার্সের সার্বিক সহযোগিতায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাশরুম চাষ ও সমন্বিত কৃষি খামার বিষয়ক এ দুটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস।

সহকারী যুব উন্নয়ন অফিসার নাজমুল হক মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুণ অর রশীদ, যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন এবং সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জামাল উদ্দীন, গিয়াস উদ্দীন প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি