ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা প্রক্রিয়ায় দেরি হতে পারে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে গুজব না ছড়ানোর জন্য সাংবাদিকদের আগেভাগেই জনগণকে জানিয়েও রাখার অনুরোধ করেছেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডাম (গণভোট) থাকায় এবং পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রক্রিয়া যুক্ত থাকায় ভোট গণনায় সময় বেশি লাগতে পারে।”
শফিকুল আলম আরও বলেন, কিছু লোক মনে করছেন যে ভোট গণনায় বিলম্ব হলে তা নিয়ে অস্পষ্ট তথ্য বা গুজব ছড়াবে। তাই সংবাদকর্মীরা আগেভাগেই সময়সীমা সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিক।
এ প্রেক্ষাপটে, জাতীয় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত ও সঠিক গণনা সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে। ভোটগ্রহণের দিন হওয়ার পর গণনা প্রক্রিয়া কতটি কেন্দ্র থেকে শুরু হবে ও এর ফল কখন নাগাল পাওয়া যাবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করেননি। তবে সংশয় বা বিভ্রান্তি এড়াতে গণমানুষকে তথ্য সরবরাহের ওপর জোর দেওয়া হয়েছে।
গণভোট ও সাধারণ নির্বাচনের পাশাপাশি পোস্টাল ব্যালটের অন্তর্ভুক্তি থাকায় নানা এলাকা ও প্রক্রিয়ায় গণনা কার্যক্রমটি সময়সাপেক্ষ হতে পারে, যা সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য ঘোষণা নিশ্চিত করার উদ্দেশ্যেও বলা হয়েছে।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২