পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। গত সোম ও মঙ্গলবার পলাশের চারটি ইটভাটাকে এক লাখ করে চার লাখ টাকা জরিমানাসহ ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকেলে পলাশের ডাংগার গালিমপুরে দুটি ইটভাটাকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একইভাবে অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে ডাংগার কাজৈরে দুটি ইটভাটাকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এই অভিযানে নেতৃত্ব দেন পলাশ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, সঙ্গে ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরেরর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও পরিদর্শক সমরকৃষ্ণ দাসসহ আইনশৃঙ্খলা বাহিনী।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২