image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সৌদি আরবে প্রবাসী যুবকের মৃত্যু, হাজীগঞ্জে দাফন সম্পন্ন

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উত্তর গন্ধর্ব্যপুর গ্রামের প্রবাসী যুবক মো. মহিন উদ্দিন (৩২) সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তিনি ওই গ্রামের ফকির মোহাম্মদ বেপারী বাড়ির বাসিন্দা এবং শাহজাহানের ছেলে। গত সোমবার সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে মো. মহিন উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রবাসে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে তার মরদেহ দেশে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তার মরদেহ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ সকাল ১১টায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি