image

জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও

সংবাদ অনলাইন রিপোর্ট

শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানকে আদালত জামিন দিয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। পরে তা মঞ্জুর হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহনাজ ও সিমিন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন, শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। মামলার আরেক আসামি ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধেও পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

শেয়ার আত্মসাতের অভিযোগটি ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক গুলশান থানায় দায়ের করেন। অভিযোগের অন্তর্ভুক্ত রয়েছে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে প্রায় ১৪ হাজার ১৬০ শেয়ার আত্মসাত করা, যা আরজেএসসিতে দাখিলের সময় আইনি প্রক্রিয়া ও উপস্থিতি না থাকায় ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৮ ধারা ও নিয়ম লঙ্ঘন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ মামলায় আরও অভিযোগ উঠেছে, বোর্ড সভার নথি ও ছবির অনুপস্থিতিতে শেয়ার হস্তান্তর নথি আরজেএসসিতে জমা দেওয়া হয়েছে এবং জাল স্ট্যাম্পের মাধ্যমে নথিভুক্তকরণ করা হয়েছে—যা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়মও ভঙ্গ করে। মামলার সাক্ষ্য ও তদন্তে এসব বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে; তাদের মধ্যে সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেনকেও অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক অভিযোগ দাখিলের পর আদালত সিমিনসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বুধবার আত্মসমর্পণের মাধ্যমে জামিন পাওয়ার পরও অপর আসামিদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি