চিরন্তন সত্য গর্ভধারিণী মায়ের এক ফোটা দুধের ঋণ কোনো সন্তানই বিন্দু পরিমাণ শোধ করতে পারেনা। অথচ সেই মমতাময়ী মাকে কুলাঙ্গার সন্তানের হাতে হলো মৃত্যু। ঘটানাটি ঘটেছে পলাশের জনতা জুট মিলের কর্মরত এক অভাগিনী মায়ের ভাগ্যে। পলাশ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল জনতা জুটমিলের ৪ নম্বর গেট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন বিউটি (৪৫)। তিনি জনতা জুটমিলের একজন শ্রমিক ছিলেন এবং মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে আবিদ পাটোয়ারি (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার মৃত মানিক পাটোয়ারির ছেলে। ঘটনার দিন রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল আনুমানিক ৬টার দিকে ছেলে আবিদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার পর গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মর্মান্তিক এই ঘটানায় পলাশে নেমে এসেছে শোকের ছায়া।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২