যৌথবাহিনীর অভিযানে নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান মীরকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শর্টগানের দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। মিশান মীর টোনা গ্রামের হোসেন মীরের ছেলে। মঙ্গলবার ভোরে টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে শর্টগানের দুটি গুলি, হাসুয়া, গাছিদা, চাইনিজ কুড়াল, চাপাতি, বড় ছোরা, রামদা, চাকু, ফলা, টেঁটা, ঢালসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ মিশান মীরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২