গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি চিকিৎসকও জনবল সঙ্কটে স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ রয়েছে। এতেস্বাস্থ্যও পরিবার পরিকল্প সেবা থেকে বঞ্চিত শাখাহার ইউনিয়ন এবং আসে পাশের নরী-শিশুও কিশোর-কিশোরী। ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্র মূলতমাও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে থাকে। এছাড়া গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা, টিকাদান, কিশোর-কিশোরীদেও স্বাস্থ্যশিক্ষা এবং স্থায়ীও অস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পায় গ্রামের মানুষ। কেন্দ্রগুলো গ্রামীণ জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও তা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষ। শাখাহার ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মসিস্ট, পরিবার পরিকল্যাণ পরির্দশকা, পরিবার কল্যাণ সহকারী, আয়াও অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদ থকলেও কোনো পদে কেউ নেই। দির্ঘদিন ধরে জন বল না থাকায় শাখাহার ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি বন্ধ থাকায় ভবনও চত্বর যেন অপরিষ্কার এক ভূতুরে এলাকায় পরিণত হয়ে উঠেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর বিদ্যুৎসংযোগ বিচ্ছন্ন থাকায় সন্ধ্যার পর এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থাল হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে। ইউনিয়ন স্বাস্থ্যওপরিবার পরিকল্পনা কেন্দ্রটির মূলগেট খোলা তবে কেন্দ্রের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন, ভবনটি তালা বন্ধ থাকলে দির্ঘদিন না খোলায় ধুলো ময়লায় জরাজীর্ণ হয়ে আছে। ভবনের পশ্চিম পাশে পুকুরে মাটি ধসে গেছে। পাশের আবাসিক ভবনে কেউ না থাকায় সে ভবনেরও একই অবস্থা। স্থানীয় ইউনিয়নবাসী জনান দির্ঘদিন ধরে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি বন্ধ এবং তালাবদ্ধ আছে। কেন্দ্রটিতে কোনো সেবাকর্মী না আসায় তারা মাসের পর মাস ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জরুরি প্রয়োজনে হাতের কাছেমাও শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা পাওয়া কঠিন হয়ে পরেছে। এখন এসব সেবা পেতে উপজেলা সদরে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। দরিদ্রও সল্প আয়ের পরিবারগুলো অর্থিক সমর্থন না থাকায় শহরে গিয়ে সেবা নিতে না পরায় সরকারি এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। শাখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন শাখাহার ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দির্ঘদিন ধরে অচল হয়ে আছে। এতে করে ইউনিয়নের মানুষ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সঠিক ভাবে পাচ্ছেনা। এবিষয়টি উপজেলা মাসিক সভাসহ বিভিন্ন সভায় উপস্থাপন করলেও কোনো কাজের কাজ হয়নি। অতিদ্রুত জনবলসহ সব সমস্যা দূর করে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি সেবা চালু দাবি জানান তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল জলিল বলেন, জনবল সঙ্কটে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটির সেবা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রটিতে অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী পদ একজন সুধু মাত্র কর্মরত থকলেও তা তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পেলে ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কেন্দ্রটির সেবা কার্যক্রম আবার চালু করা হবে।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২