রোজার পুরো মাসব্যপী স্কুলে ছুটি দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। গত মঙ্গলবার হাইকোর্টে এ রিট আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ আলী মন্ডল।সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলায় সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া ও পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়ার কথা বলা হয়েছে রিট আবেদনে ।
মাদ্রাসাগুলোয় পুরো রমজান মাসে ছুটি রাখার সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়গুলোয় রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়ার ঘটনাকে ‘বৈষম্যমূলক’ বলেছে অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর কোমলমতি শিশু-কিশোরদের রোজা রেখে স্কুলে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণ করা কষ্টকর হওয়ায় রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায় বলে মন্তব্য করা হয়েছে রিট আবেদনে।