মহেশপুর সীমান্তে বিজিবির কড়া প্রযুক্তিনির্ভর নজরদারি

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের তত্ত্বাবধানে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে জানায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে এবং ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।

আগামী ২৯-৩১ এর মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন শেষে গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করা হবে; সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক স্পষ্ট করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মহেশপুরে অস্ত্রের কোনো সম্ভাবনা নেই- এ সংক্রান্ত পূর্ববর্তী খবর ভিত্তিহীন। তিনি আরও জানান, প্রায় ১০ কিলোমিটার অরক্ষিত সীমান্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে, ফলে চোরাচালান, অস্ত্র পাচার ও অবৈধ পুশইনের আশঙ্কা নেই। সংবেদনশীল পয়েন্টে অতিরিক্ত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। ২০২৫ সালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল, মাদক, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং একাধিক আসামি আটক করার সাফল্যের কথাও তুলে ধরা হয়।

নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি মাঠে সক্রিয় থাকবে এবং প্রশাসন, সাংবাদিক সমাজ ও জনগণের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে।

‘সারাদেশ’ : আরও খবর

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি