image
কটিয়াদী (কিশোরগঞ্জ) : হলুদ ফুলকপি দেখছেন কৃষি কর্মকর্তারা -সংবাদ

কটিয়াদীতে হলুদ ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রঙিন ফুলকপি চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে হলুদ জাতের ফুলকপির বাম্পার ফলনে চাষিদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রচলিত সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির বাজারমূল্য ও পুষ্টিগুণ বেশি হওয়ায় কৃষকরা এখন আধুনিক ও লাভজনক এই চাষাবাদের দিকে ঝুঁকছেন। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় দিকনির্দেশনায় কটিয়াদী উপজেলায় প্রায় ১ একর জমিতে রঙিন ফুলকপি চাষ করা হয়েছে। এর মধ্যে জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া এলাকার আদর্শ কৃষক মো.আবুল কালাম মাত্র ২০ শতক জমিতে হলুদ ফুলকপি চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। মো. আবুল কালাম জানান, পরীক্ষামূলকভাবে এই নতুন জাতের ফুলকপি চাষ করে তিনি প্রায় এক লাখ টাকা লাভের আশাবাদী। বর্তমানে বাজারে সাদা ফুলকপি যেখানে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে রঙিন ফুলকপি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সহায়তায় বিনামূল্যে বীজ, সার ও জৈব কীটনাশক পাওয়ায় আমার উৎপাদন খরচ অনেক কম হয়েছে। এতে করে লাভের পরিমাণও বেড়েছে।

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়া বলেন, “রঙিন এই ফুলকপিগুলো ‘ক্যারোটিনা ইয়েলো’ বা রঙ্গিলা জাত নামে পরিচিত, যা সাধারণ ফুলকপির তুলনায় অনেক বেশি বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ একর জমিতে রঙিন ফুলকপি চাষ করে কৃষকরা সফল হয়েছেন।”

এই সাফল্য দেখে এলাকার অন্য সবজি চাষিরাও এখন রঙিন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করছেন। কৃষি বিভাগ আশা করছে, ভবিষ্যতে এই আধুনিক সবজি চাষ কটিয়াদীতে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘সারাদেশ’ : আরও খবর

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি