যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সর্বপ্রথম কেশবপুর প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মতবিনিময়ে তিনি বলেন, এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ। তিনি এমপি নির্বাচিত হলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী নিরসন করবেন। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, শহরের যানজট নিরসনসহ সবার মতামতের ভিত্তিতে সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ায় ভূমিকা রাখবেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনারা কাউকে ছাড় দেবেন না। সেটা আমার বিরুদ্ধে হলেও। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং এদেশ উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে। এসময় আরও বক্তব্য রাখেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান, যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমান প্রমুখ।