image
ছবিঃ সংগৃহীত

বিজিবির অভিযান

নাইক্ষ্যংছড়ি থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার সোনাইছড়িতে বিজিবির অভিযান ১৯ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ২১ জানুয়ারি সন্ধ্যা দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নান্নাকাটা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল নান্নাকাটা বাজার এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৯ হাজার ৭১০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি