image
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : নির্বাচনী প্রচারে হুম্মাম কাদেরের স্ত্রীসহ নেতাকর্মীরা -সংবাদ

নির্বাচনের পর পরিচ্ছন্ন রাঙ্গুনিয়ার সমাজ গড়ব : হুমাম কাদের চৌধুরী

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

“পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়বো এবার আমরা”-এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়াজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। গতকাল বুধবার বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারের রাঙ্গুনিয়া ক্লাব প্রাঙ্গণে সম্প্রতি প্রতিষ্ঠিত হওয়া এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্নতা প্রকল্পের এর উদ্বোধন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্নতা প্রকল্পের তত্ত্বাবধায়ক সাংবাদিক এম. মতিন। রোয়জারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। বক্তব্য রাখেন একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদ।

এই সময় হুমাম কাদের কাদের বলেন, “আমার স্ত্রী সামানজার খান এই প্রকল্প গ্রহণ করেছেন। আশাকরি এই কার্যক্রমের মাধ্যমে রাঙ্গুনিয়া সাফ হবে। ঠিক একইভাবে নির্বাচনের পরে এই সমাজটাকেও সাফ করার দায়িত্ব আমরা পাবো। রাঙ্গুনিয়াজুড়ে এখন মাদকের সমস্যা, যেটি এখন ঘরে ঘরে শুনতে পাচ্ছি, আশাকরি সবাইকে নিয়ে এই ধরনের সব সমস্যা আমরা সমাধান করতে পারবো। চৌধুরী পরিবারের সঙ্গে রাঙ্গুনিয়ার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আপনারা প্রায় ষাট বছর আমার দাদা আমার বাবার পাশে ছিলেন। এটি ধরে রাখতে আপনাদের দোয়া সমর্থন কামনা করি।” তিনি আরও বলেন, “এখন জনসংখ্যা বেড়েছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। সঙ্গে পরিবেশটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন বিদেশ যায় দেখি, চারদিকে খুব পরিচ্ছন্ন। বিদেশ যদি পরিচ্ছন্ন হতে পারে, বাংলাদেশ কেন পারবে না! তাই নিজের ঘরের থেকে ছোট একটা উদ্যোগ নেয়া হয়েছে, পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ার।

‘সারাদেশ’ : আরও খবর

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

» মহেশপুর সীমান্তে বিজিবির কড়া প্রযুক্তিনির্ভর নজরদারি

সম্প্রতি