পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়নের পানের দাম বেশি হওয়ায় চাষিরা পান চাষে ঝুঁকছে। পান চাষে লাভবান হওয়ায় দিন দিন পানের বরজ বাড়ছে। পান চাষ লাভজনক হওয়ায় পান চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পান চাষীরা এখন স্বাবলম্বী হয়ে উঠছে। পানের চাহিদা বেড়ে যাওয়ায় এবং ন্যায্যমূলের চেয়ে বেশি দাম পাওয়ায় পান চাষিরা এখন পান চাষে ঝুঁকছে। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বেতাগী-সানকিপুর, বহরমপুর, রনগোপালদী ও বাঁশবাড়িয়া এলাকার গ্রামাঞ্চলে আবাদি ও অনাবাদি জমিতে পান চাষ করছে। এলাকার পান চাষিরা নতুন নতুন বরজ তৈরি করছে। পান চাষিদের মধ্যে কেউ কেউ পুরাতন বরজকে সংস্কার করছে। দেশীয় বাঁশ কেটে শলা তৈরি করে তার সাথে অন্যান্য গাছের লতাপাতা দিয়ে পানের বরজ তৈরি করছে। অত্র উপজেলায় বিগত ২০ বছর আগে সড়কের আশেপাশে পানের বরজ দেখা যেত।
কালের বিবর্তনে পানের বরজ এবং এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। বর্তমানে পানের দাম বেশি হওয়ায় এলাকায় কৃষকরা অন্যান্য ফসলের সাথে পানের চাষ করছে।
উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের উত্তর বেতাগী গ্রামে পানের বরজে দেখা যায়, বাংলা পানের সারি সারি লাইনের প্রতিটি লতায় প্রচুর পান ধরছে। বর্তমানে লাভজনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে। পান চাষীরা জানায়, তাদের উৎপাদিত পান উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। পরিবার-পরিজন নিয়ে পানের বরজের পরিচর্যা করায় বাড়তি কোন শ্রমিকের প্রয়োজন হয় না। ফলে উৎপাদন খরচ কম হয়। দশমিনা বাজারের পান ব্যবসায়ীরা জানায়, গত বছরের তুলনায় এই বছর পানের দাম অনেক বেশী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, আগে অত্র উপজেলায় পানের ব্যাপক চাষ করা হতো। দাম না পাওয়ায় অনেক পানচাষি অন্যান্য ফসল উৎপাদন করতো। বর্তমানে উপজেলায় পান চাষের আগ্রহ বাড়ার পাশাপাশি বরজের সংখ্যা বাড়ছে। পানের ভালো ফলন ও বেশি দাম পাওয়ায় প্রতিনিয়ত পান চাষে আগ্রহ বাড়ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশের বাজারে ১২০এক্স জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচিত
বিজ্ঞান ও প্রযুক্তি: নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স