গজারিয়া উপজেলার ছোটরায়পাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে (৩৩) আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকালে অভিযান পরিচালনাকারী সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এ সময় আওলাদ হোসেনের হেফাজতে থাকা ৬৬ পিস ইয়াবা বড়ি (মাদক দ্রব্য) ও মাদক বিক্রির ৬ হাজার দুইশ টাকা জব্দ করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গজারিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গজারিয়া সেনা ক্যাম্পে যোগাযোগের মোবাইল ফোনের নম্বর পেয়ে স্থানীয়রা, মাদক ব্যবসায়ী আওলাদের ব্যাপারে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিত অভিযান পরিচালনা করে তাকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক: সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ ফেরাতে চায় ব্রিটেন ও চীন
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো