image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জামালপুরে ৫টি আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার পথ সুগম হলো। গতকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন বলে প্রার্থীরা জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ. ই সুলতান মাহমুদ বাবু, জামায়াতের মো. ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতের মো. মজিবুর রহমান আজাদী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও শিবলুল বারী রাজু।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতের মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদের মো. ইকবাল হোসেন এবং নাগরিক ঐক্যের মো. কবির হাসান।

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতের মুহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মদ, সিপিবির শেখ মো. আক্কাস আলী, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় পার্টির (জেপি) মো. বাবর আলী খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. আমির উদ্দিন এবং গণঅধিকার পরিষদের জাকির হোসেন।

‘সারাদেশ’ : আরও খবর

» শিল্প-কৃষি-চিকিৎসাসমৃদ্ধ পলাশের ইতিকথা

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি