জনস্বাস্থ্য সুরক্ষায় প্যাকেটজাত খাদ্যপণ্যে ফ্রন্ট অফ প্যাকেজ লেবেলিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রবিধানমালা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি প্রদান ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডাস্ বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল সিএলপি-এর সহযোগিতায় রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়।
আলোচনা ও স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, বর্তমানে বাজারে প্রচলিত প্যাকেটজাত খাদ্যদ্রব্যে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির ক্ষতিকর মাত্রা সম্পর্কে ভোক্তারা সচেতন হতে পারছেন না। ফলে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে।
তারা আরও বলেন, যদি সহজবোধ্য ও ছবির মাধ্যমে রংভিত্তিক সতর্কতা লেবেলিং চালু করা হয়, তাহলে সাধারণ ভোক্তারা খুব সহজেই কোনটি স্বাস্থ্যসম্মত খাদ্য আর কোনটি ঝুঁকিপূর্ণ খাদ্য তা বুঝতে পারবেন।
আন্তর্জাতিক: সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ ফেরাতে চায় ব্রিটেন ও চীন
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো