রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধাকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির ব্যাপক নিয়োগ জালিয়াতির খবর পাওয়া গেছে।
২১ জানুয়ারি মঙ্গলবার চারজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন পতিত স্বৈরাচারের দোসর। জানা গেছে, গত দুই বছর আগে চতুর্থ শ্রেণীর চারজনকে নিয়োগের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। তৎকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিয়োগ প্রার্থীদের তোপের মুখে পরেন প্রধান শিক্ষক আব্দুল বারী শেখ ও সাবেক সভাপতি বিপ্লব মিয়া। টাকা ফেরত না দিতে পেরে শিক্ষা অফিসের কারসাজির মাধ্যমে সভাপতির বাড়িতে নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুয়া পরীক্ষার্থী জানিয়েছে, তারা নিয়োগ পেতে কোন আবেদন না করেও সভাপতি বিপ্লবের বাড়িতে বসে পরীক্ষা দিয়েছেন। প্রতিটি পদে যাদের চূড়ান্ত করেছেন তাদেরকে বৈধতা দিতে এসব জালিয়াতির আশ্রয় নিয়েছেন চক্রটি।
যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন, অফিস সহকারী পদে ফরিদ মিয়া, নিরাপত্তা প্রহরী পদে সুনীল শিল, আয়া পদে আফরোজা বেগম, নিরাপত্তা কর্মী পদে মিল্লাদ হাসানকে নিয়োগ দিয়েছেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সমাজ সেবক ইসমাইল হোসেন। প্রধান শিক্ষক আব্দুল বারী শেখের বক্তব্য জানতে চাইলে কৌশলে সটকে পড়েছেন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি বিপ্লব মিয়া অস্বীকার করেছেন।
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহবুবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক: সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ ফেরাতে চায় ব্রিটেন ও চীন
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো