মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন উপজেলার কুমারভোগ গ্রামের মতিউর রহমান ওরফে মতি মাতবরের মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
বৃহস্পতিবার, (২২ জানুয়ারী ২০২৬) সকাল ৯টার দিকে কুমারভোগ ঈদগাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা নীল রঙের তিনটি জিপার প্যাকেটে রাখা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক: সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ ফেরাতে চায় ব্রিটেন ও চীন
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান