image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চট্টগ্রামে অটোরিকশা চালক খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্যে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জেরে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত খোরশেদ আলম (৪০) নগরীর বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকার বাসিন্দা।

গত বুধবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে খোরশেদকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে হত্যার একটি ভিডিও গত বুধবার রাতেই ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সামশুল আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির জানান, তিনজন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পেটাতে পেটাতে খোরশেদ আলমকে গুরুতর আহত করে নিস্তেজ অবস্থায় রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনজন মিলে তাকে পেটাতে শুরু করে। তখন খোরশেদ দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সামশুল তাকে জাপটে ধরে ফেলেন। এরপর আবারও পেটাতে থাকেন। মাথায় আঘাতের পর খোরশেদ রাস্তায় লুটিয়ে পড়েন। এ অবস্থায়ও তাকে মারধর করা হয়। একপর্যায়ে নিস্তেজ হয়ে গেলে তিনজন সেখান থেকে চলে যান।

তবে কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, আগে থেকে কোনো শত্রুতা ছিল কিনা, এখনও জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জেনেছি, আকস্মিক কথা কাটাকাটি শুরু হয় খোরশেদ ও গ্রেপ্তার সামশুল আলমসহ তিনজনের মধ্যে। এরপর তিনজন মিলে তাকে মারধর শুরু করেন। কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা এখনও জানি না।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি