image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভোট চাইতে বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াত, ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা বার্তা পরিবেশক , সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ভোট চাইতে যাওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর একদল নারী কর্মী বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। এতে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি জানতে পরে জামায়াতের নেতাকর্মীরা প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থক ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের মোটরসাইকেল ও প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার কর বলেন, বিএনপি সমর্থকদের বাড়িতে ভোট চাইতে যাওয়া উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি