হাসিতে ফিরুক মানবতা এই স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার আলো’। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম মল্লিক এবং দক্ষিণ কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম।
এ সময় প্রধান শিক্ষক মো. আলম মল্লিক বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেদিকে আমাদের সকলেরই দৃষ্টি দেয়া প্রয়োজন। মানবতার আলো সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয়। সামান্য কিছু শিক্ষা উপকরণ অনেক শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, সুমাইয়া শিলা, সাজিদ ইসলাম রাব্বি, আমিরুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মাসুম বিল্লাহ বলেন, মানবতার আলো একটি মানবিক চেতনার সংগঠন। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিশুদের শিক্ষাজীবনে সহায়তা করা। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অভিভাবকরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিশুদের জন্য শিক্ষা উপকরণ সংগ্রহ অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করছে।
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে লেনোভোর নতুন প্রজন্মের তিনটি ডেস্কটপ
সারাদেশ: পূর্বধলায় নির্বাচনী প্রচারণা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে টেকনোর নতুন ডিভাইস মেগাপ্যাড এসই