ময়মনসিংহের মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনার গতকাল বৃহস্পতিবার পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র। পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ সেলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, ট্রাফিক পুলিশের ইনচার্জ মৃদুল রঞ্জন দাস, মুক্তাগাছা শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রাশিদ, ২ আর্মড পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর ফকির সাইফউদ্দিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম ও পৌরসভার সহকারী প্রকৌশলী সুকোমল রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, দুপ্রকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, ছাত্র প্রতিনিধি খাইরুল আলম, মো. কামরুজ্জামান কামাল প্রমুখ। সেমিনারে মুক্তাগাছা শহরের দুর্বিসহ যানজট নিরসনে করণীয় বিষয় উত্থাপন, সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।
এতে শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা, এনজিও প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে লেনোভোর নতুন প্রজন্মের তিনটি ডেস্কটপ
সারাদেশ: পূর্বধলায় নির্বাচনী প্রচারণা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে টেকনোর নতুন ডিভাইস মেগাপ্যাড এসই