image

জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ার নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোরে উদ্যোগে এবং প্রান্তজন ট্রাস্ট, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জীর সভাপতিত্বে সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং প্রান্তজন এর মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ।

সভায় বক্তারা বলেন খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাংলাদেশের ইতিহাসে পরিণত হবে আরেকটি জনবিরোধী, অস্বচ্ছ এবং দায়মুক্তিমূলক নথি; যা দেশের জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

তারা বলেন পরিবেশ ও সমাজের প্রভাব পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি এবং জনগণের অংশগ্রহণকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাই অবিলম্বে এ খসড়া বাতিলের দাবি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি