image
ছবিঃ সংগৃহীত

ভালুকায় মিনিবাস উল্টে নিহত ২, আহত ১০

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকার মেহেরাবাড়ী নামক স্থানে হাইওয়ে মিনিবাস উল্টে শাহজাহান সিরাজ (৪০) ও অনিক মিয়া (২৮) নামে দুইজন নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাস যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায় ময়মনসিংহগামী একটি মিনিবাস মেহেরাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের নিচে পরে উপজেলার বিরুনিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে শাহজাহান ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত বাসের হেলপার অনিক মিয়াকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার জগন্নথদিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে। আহত অন্যদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি