নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ও চরএলাহী ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে নিয়োজিত এক্সকাভেটর চালকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি এক্সকাভেটর ও ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।
এছাড়া অভিযানের কিছুটা পাশেই বেলাল কোম্পানির বালু উত্তোলন পয়েন্টে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১ জনকে হাতেনাতে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। ওই স্থানে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ড্রাম ট্রাক, ২টি ছোট এক্সকাভেটর, ৪টি বড় এক্সকাভেটর এবং ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত সব মালামাল ইউএলএও (টখঅঙ) চরফকিরা ও সংশ্লিষ্ট এসআই-এর উপস্থিতিতে চরফকিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।
পরবর্তীতে চরএলাহী বালুর পয়েন্ট থেকে আনা ২টি ওভারলোডেড বালুবাহী ট্রাক আটক করা হয়। ট্রাক দুটির চালককে একই আইনে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। এদিকে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বেলাল কোম্পানির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।