image
সংগৃহীত

লামায় পুলিশি অভিযানে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩ মামলার দুর্ধর্ষ আসামী ফরিদুল আলম ওরফে ডাকাত ফরিদ (৪৫) একনলা বন্দুকসহ গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।

২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার সময় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা পাড়া এলাকায় স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে ফরিদুল আলমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের পর ২২ জানুয়ারি ভোর ৫টার সময় ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা এলাকায় টানা ব্রিজের পূর্ব-উত্তর পাশে জঙ্গলের ঢালু স্থান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফরিদুল আলমের পিতার নাম মৃত নুরুল হুদা, মাতার নাম জরিনা বেগম, তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী নোয়া মসজিদ পাড়ায়। পুলিশ জানায়, ফরিদুল আলমের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় খুন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, পুলিশ ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে,

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে নতুন মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি