image
ছবিঃ সংগৃহীত

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে সংর্ঘষ

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ চরপাকেরদহ দিকপাড়া মিয়ার উদ্দিন ফারাজির ছেলে বক্কর ফারাজি নাজমা বেগমের কাছ থেকে ক্রয় করা ২৫ লাখ টাকা মূল্যের ১২ কড়া জমি জোরপূর্বক অবৈধ দখলের জন্য নির্মিত ঘর, টিনের বাউন্ডারি বেড়া ও গাছপালা পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে জলিল ফারাজির ছেলে বিকুল ফরাজি গংয়ের বিরুদ্ধে।

জানা যায়, জামালপুরের মাদারগঞ্জে বাকুরচর এলাকার সাবেক মেম্বার হাফিজুর রহমানের স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে ২ বছর আগে ১২ কড়া জমি ২৫ লক্ষ টাকা দিয়ে সাবকবলা নেন বক্কর ফারাজি। সেই জমি জোরপূর্বক অবৈধভাবে দখলের জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে পায়তারা করে আসছে বিকুল গং জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে বক্করের নির্মিত ঘর ও আসবাবপত্র পুড়ানো, টিনের বাউন্ডারি বেড়া ভেঙে ফেলা, জমিতে লাগানো গাছপালা তুলে ফেলা হয়েছে। আকস্মিকভাবে অর্তকিতভাবে হামলা চালিয়ে কয়জন কে আহত করার অভিযোগ উঠেছে নাজমার ভাই পার্শ্ববর্তী বিকুল গংয়ের বিরুদ্ধে।

এ বিষয়ে বক্কর ফারাজি সংবাদকে বলেন, আমার ক্রয় করা জমিতে ঘর নির্মাণ করা হলে রাতের আঁধারে আকস্মিকভাবে হামলা চালায় ও ঘর পড়ে দেয়া হয়েছে। পরে আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন অভিযোগ করে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ সংবাদ কে বলেন, বিষয়টি আমি অবগত আছি।

ঘটনা স্থলে পুলিশ পরিদর্শন করেছে। অতি দ্রুত গতিতে পদক্ষেপ নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি