image
ছবিঃ সংগৃহীত

ভুয়া আইডি-পেজের তালিকা হচ্ছে: ডিসি কুড়িগ্রাম

প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভুয়া ফেসবুক আইডি ও পেজের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ অন্নপূর্ণা দেবনাথ। কেউ যাতে ফেক আইডি বা পেজ ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে নির্বাচনে কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে এ জন্য প্রশাসন কাজ করছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগেই ভূয়া ফেসবুক পেজের তালিকা করে নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং সেগুলো বন্ধ করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি