image

ফুলবাড়ীতে সেচ পাম্প চুরিতে বিপাকে কৃষক

প্রতিনিধ, ফুলবাড়ী (দিনাজপুর)

সংবাদ অনলাইন রিপোর্ট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সম্প্রতি সেচ পাম্পের বিদ্যুৎ তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে স্থাপিত সেচ পাম্পগুলো থেকে রাতের আঁধারে তার কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বোরো মৌসুমের কৃষকরা কৃষকরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেচ পাম্পের তার চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) এর আওতায় ১১ কেভি আমডুঙ্গি ফিটারের বরাই হাটের উত্তর পাশে বাজার পাড়া হতে কয়রাকোলের মধ্যবর্তী স্থান হতে গত বছরের ১১ ডিসেম্বর ৭ স্পেন ১০০০ হাজার মিটার এলটি তার চুরি করে নিয়ে যায়। একইভাবে উপজেলার কড়াই পাড়া গ্রামে সেচ পাম্পের প্রায় ১০০০ মিটার তার চুরি করে নিয়ে যায়। মোক্তারপুর গ্রামের ফিটার লাইনের কৃষ্ণপুর এলাকায় চলতি বছরের ১৭ জানুয়ারি ৬ স্পেন এলটি তার চুরি করেন। এছাড় বিভিন্ন এলাকা থেকে এক রাতেই কোনো কোনো পাম্পের ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। ফলে পাম্প অচল হয়ে পড়ছে এবং জমিতে সময়মতো পানি দেয়া সম্ভব হচ্ছে না। এতে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা অভিযোগ করে বলেন, একটি সেচ পাম্পের তার কিনতে কয়েক হাজার টাকা খরচ হয়। বারবার চুরির ঘটনায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে নতুন করে তার বসাতে না পারায় জমি অনাবাদি পড়ে থাকারও শঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, চুরির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ টহল জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমবে বলে তারা আশা প্রকাশ করেন। ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি