আগামী নির্বাচন নিবিঘ্ন করতে ও দেশের জনগনের শান্তি শৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীসহ সারা দেশে প্রশাসন তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন। এ সময় তিনি আরোও বলেন, সামনে দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য সব রাজনৈতিক দলসহ সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা অবিনাশ মুনি, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যপক মিজানুর রহমান ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সভায় অন্যরা বক্তব্য দেন। সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের