image
মাদারগঞ্জ (জামালপুর) : মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ -সংবাদ

মাদারগঞ্জে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার কৃষিজমি ও ফসল উৎপাদন। এক শ্রেণির প্রভাবশালী চক্র প্রশাসনের নজরদারি উপেক্ষা করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে টপ সয়েল কেটে দেদারসে মাটি বিক্রি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ক্ষুদ্র জোনাইল মৌজায় ভেকু লাগিয়ে ৩ ফসলি জমি থেকে মাটি কেটে তা সোহাগ ব্রিকস নামের একটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে আশপাশের কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা দি ডেইলি ফ্রন্ট নিউজ কে জানান, ফসলি জমি থেকে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ঝুঁকির মধ্যে পড়ছে। ৩ ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, তাই হুমকিতে ফসল উৎপাদন। তিনি আরও জানান, জমিতে পানি দিলে কেটে নেয়া জায়গা দিয়ে পানি নেমে যায়। ফলে জমিতে সেচ দেয়া ও চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে। বাধ্য হয়ে অনেকেই নিজেদের জমির মাটিও বিক্রি করতে হচ্ছে। এভাবে কমে যাচ্ছে ৩ ফসলি জমি ও কৃষি পণ্যের উৎপাদন।

এ বিষয়ে স্থানীয় ব্রিকস ফিল্ড প্রতিনিধি মো. রুনু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও সংবাদ কে জানান, ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় দেয়া ও বিক্রির বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তারা সংবাদকে জানান, সময় মতো ব্যবস্থা না নিলে দিন দিন ৩ ফসলি আবাদি কৃষি জমির পরিমাণ কমে গিয়ে দীর্ঘ মেয়াদে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি