image
ছবিঃ সংগৃহীত

পূর্বধলায় নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতীক পর আনুষ্ঠানিকভাবে আজ থেকে মাইকিং, মিছিল, গণসংযোগ ও পথসভায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনি এলাকা। এবার পূর্বধলায় মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ- এই তিন দলের প্রার্থীরা মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। গণসংযোগকালে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচনে নেমেছি। পূর্বধলার মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে প্রার্থী হয়েছেন দলের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি নূরুল ইসলাম হাকেমী। তিনি হাতপাখা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি