পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। উত্তরের হিমেল হাওয়ায় আমের মুকুলের সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্বেলিত করে তুলছে মানুষের মনও। সেই সঙ্গে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় মালিকদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানের আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন। আম বাগান গুলোতে দেশি-বিদেশি আম্রপালি, গোপালভোগ, ল্যাঙ্গড়া, ফজলি, ক্ষীর সাপাত অন্যতম আম গাছ। দুমকি উপজেলার শ্রীরামপুর,পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে থেকে তাদের বাগানে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশির ভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ পরামর্শ নিচ্ছেন। এ ব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, দুমকি উপজেলায় বাণিজ্যিকভাবে আমচাষি কম। কিন্তু এ উপজেলায় প্রতিটি বাড়িতে ও রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে প্রচুর আম গাছ রয়েছে। চলতি মৌসুমে শীত কম পড়ায় আম গাছে আগাম মুকুল এসেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হ?ওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের