রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) মাজারদিয়া বিওপির বিশেষ টহল টিম রাজপাড়া থানার শ্রীরামপুর ফুটবল মাঠে পাশের্^ ঝোপঝাড়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার তল্লাশি পরিচালনা করছিল। তল্লাশি পরিচালনা করার সময় একটি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে ওই ব্যাগ থেকে ১০ বোতল ভারতীয় গড়হড়মড়ষফ.১০ বোতল ঊসৎবী . ৪ বোতল ঊংপঁভ. ৪ বোতল ঈযড়পড় ও ৩ বোতল তবনরংপধহ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপগুলো রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে ১-বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান।
অর্থ-বাণিজ্য: ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের