মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শিকড় ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং শিশুদের সুন্নতে খৎনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার, (২৩ জানুয়ারী ২০২৬) দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মো. রফিকুল ইসলাম হিরো নোয়াবের সভাপতিত্বে ও মো. ফয়সাল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আসগর রিপন মল্লিক। এদিন (৩০) জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয় এবং (৫০) জনের অধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চশমা, গেঞ্জি ও লুঙ্গি বিনামূল্যে বিতরণ করা হয়। চক্ষু রোগীদের জন্য চোখের চিকিৎসা, পরবর্তীতে বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থাও করা হবে। শিকড় ফাউন্ডেশনকে আর্থিকভাবে সহযোগিতা করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি এবং হযরত মাওলানা এহতাশামুল হক ও তার আত্মীয়স্বজন।
অর্থ-বাণিজ্য: মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা
অর্থ-বাণিজ্য: ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের