image
মোরেলগঞ্জ (বাগেরহাট) : প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনায় ফুলের তোড়া দিয়ে শুবেচ্ছা জানানো হয় -সংবাদ

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নিজে কাঁদলেন, সহকর্মী শিক্ষার্থীদেরও কাঁদালেন

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

দীর্ঘ ৪০ বছর কর্মস্থল থেকে অবসর গ্রহন করায় সম্মাননা বিদায় জানালেন সহকর্মী শিক্ষকম-লী, শিক্ষার্থী, অভিভাবক সুধীসমাজের সবার ভালোবসায় সিক্ত হয়ে নিজেও কাঁদলেন সকলকে কাঁদালেন প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার। বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৪নং বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদারকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ১০টি ইউনিয়নের ৬ শতাধিক শিক্ষকম-লী ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মো. শেফাইনুর আরেফিন। অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক সামসুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলাইমান তালুকদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, তালুকদার ওমর ফারুক, সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক পিযুস কুমার সাহা, গাজী মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সুমন আকন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার অশ্রসজল চোখে বলেন, ৪০ বছর কর্মময় জীবন কখন শেষ হয়েছে বুঝতে পারিনি। বিদায় বেলায় শেষ চাওয়া ইমানের সহিত যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সকলের ভালোবাসায় সিক্ত হলাম।

এ সময় বিদায়ী প্রধান শিক্ষককে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা ক্রেস্ট, ফুলের তোড়া, উপহারসামগ্রী মানপত্র প্রদান করেন। শেষদিনে কর্মস্থল থেকে রাস্তার দুপাশে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে দীর্ঘপথ হেঁটে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি