image
ছবিঃ সংগৃহীত

মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মোট ১২০ জন প্রিজাইডিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালনের পদ্ধতি, ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট পেপার ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচি তাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস বাড়াবে এবং নির্বাচন পরিচালনায় আরও দক্ষ ও সচেতন হতে সহায়তা করবে।

সম্প্রতি