চট্টগ্রামের মীরসরাইয়ে শিশু নূর আব্দুল্লাহ হত্যা মামলায় পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ বৃদ্ধাসহ তিনজনকে আসামি করে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। একই সঙ্গে তারা প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নির্দোষদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন রহিমা বেগমের মেয়ে নাজমুন নাহার রুপা। তিনি বলেন, আমার অসুস্থ বৃদ্ধা মা, রহিমা বেগম; ভাই মাহফুজ আলম ও মামাতো ভাই বাদশাকে সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও হত্যা মামলায় আসামি করা হয়েছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, পুলিশ প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা বললেও পরে তাদের এজাহারভুক্ত করে আদালতে চালান দেওয়া হয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং নিরপরাধদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুপুরে মীরসরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শিশু নূর আব্দুল্লাহকে মাথায় তুলে আছাড় মেরে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা