২৭ বছরের যুবক সাইফুল ইসলাম। জন্মের পর থেকেই যার পৃথিবীটা থমকে আছে শারীরিক প্রতিবন্ধকতার শিকলে। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, নেই চলাচলের সামর্থ্য। দরিদ্র দিনমজুর বাবা শামসুল হকের কাঁধই ছিল তার একমাত্র বাহন। প্রতিদিন ছেলেকে পিঠে নিয়ে রাস্তার ধারের পলিথিন মোড়ানো জীর্ণ ছাউনিতে রেখে যেতেন বাবা। রোদ-বৃষ্টি-ঝড়ে বাবার সেই ক্লান্ত পিঠ আর ছেলের অসহায় চাহনি-এই দৃশ্যই ছিল নিত্যদিনের। তবে সেই কষ্টের দিন এবার ফুরোল। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবন্ধী সাইফুলের জগতটা বদলে দিল ‘গণ-উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’।
শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে এক আবেগঘন পরিবেশে সাইফুল ইসলামের হাতে তুলে দেয়া হয় একটি নতুন হুইলচেয়ার। গণ-উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর নির্বাহী প্রধান এম আবদুস সালামের পক্ষ থেকে এই মানবিক উপহার পৌঁছে দেয়া হয় সাইফুলের বাড়িতে।
সম্প্রতি একটি গণমাধ্যমে সাইফুলের এই মানবেতর জীবনের চিত্র উঠে এলে বিষয়টি জিইউকের নির্বাহী প্রধান আবদুস সালামের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে তিনি অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে সংস্থার পক্ষ থেকে এই হুইলচেয়ারটি প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা