image
ছবিঃ সংগৃহীত

বদরগঞ্জে শিশু সিয়াম হত্যার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে নিখোঁজ শিশু সিয়াম বাবুর মরদেহ উদ্ধারের পর থানায় মা সাথী বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কাইয়ুম উদ্দিনকে (২৯) তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িরপুকুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। গতকাল শুক্রবার মামলা দায়েরের পর পরই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িরপুকুর এলাকার ডাঙ্গাপাড়ার শিশু সিয়াম বাবু(৯) মা সাথী বেগমের সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যায়। সেখানে গিয়ে সে নিখোঁজ হয়। রাতভর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। এ কারণে মা সাথী বেগম শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে এলাকার লোকজন বাড়ির পাশে একটি মাঠে শিশু সিয়ামকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। বিকেলে বদরগঞ্জ থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় মা সাথী বেগম বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাতে কাইয়ুম উদ্দিনকে আসামি করা হয়। রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ঘটনার পর থেকেই কাইয়ুম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে। তবে হত্যাকা-ের কারণসহ পেছনের কোন প্রেক্ষাপট আছে কিনা তা জানাও জরুরি।

সম্প্রতি