ঝিনাইদহের মহেশপুর উপজেলার ব্যস্ততম খালিশপুর-মহেশপুর মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে বসে থাকা কলার হাট এখন এলাকাবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে উঠেছে। সপ্তাহে দুই দিন, শুক্রবার ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের ওপর কাঁচা মালের হাট বসায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাসসহ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় আটকে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাট বসার সময় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হয়। বর্ষা মৌসুমে রাস্তার ওপর কলার খোসা ও বিভিন্ন বর্জ্য জমে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এতে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
পরিবহন শ্রমিকরা জানান, হাটের দিনগুলোতে সময়মতো গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে জ্বালানি অপচয় ও আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয় চালকদের। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী নিয়ে ঝিনাইদহ বা অন্যত্র যাওয়ার সময় এই হাট বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে রোগীর জীবনঝুঁকির পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ করেন চালকরা। এদিকে হাটের পশ্চিম পাশে প্রবাহিত কপোতাক্ষ নদে নির্বিচারে কলার আবর্জনা ফেলার ফলে নদী ভরাটের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এতে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কলার হাটটি মহাসড়ক থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। তবে এখনও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। এ বিষয়ে এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান বলেন, কলার হাটের কারণে জনগণের ভোগান্তির বিষয়টি তিনি অবগত। তবে উপযুক্ত বিকল্প জায়গার অভাবে হাট স্থানান্তর করা কঠিন হয়ে পড়েছে। তারপরও সমাধানের চেষ্টা চলছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কলার হাটের জন্য একটি উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যানজট, দুর্ঘটনা ও পরিবেশ দূষণ আরও ভয়াবহ রূপ নেবে। তাই জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত করে কলার হাট স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা