প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বশান্তি কামনায় মোহনগঞ্জ শ্রীশ্রী জগন্নাথজিঁউর আখড়ায় ৫৬ প্রহরব্যাপী বার্ষিক হরিনাম সংকীর্তন (৭০তম) বর্ষ শুরু হয়েছে। শুক্রবার শুভাধিবাসের মধ্য দিয়ে বার্ষিক এ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে দেশের খ্যাতনামা সংকীর্তন দল নাম পরিবেশন করছে। উৎসব কমিটির সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়সহ অন্য সদস্যরা নামসুধা শ্রবনে সব ভক্তদের প্রীতিস্নিগ্ধ আমন্ত্রণ জানিয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা