image
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় মানুষের ঢল

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের মানুষের ঢল নামে। গতকাল শুক্রবার বিকেলে শোডাউনটি শহরের পতাকা চত্বর থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে দলটির জেলার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির দুই থেকে আড়াই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দলটির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. কামরুজ্জামান রতন। এ ছাড়া শোডাউনে জেলা, উপজেলা ও শহরের দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা জাতীয় সংসদ নির্বাচনে ক্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও জাতির উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি