কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম প্রকাশ লেদা পুতু নিহত হয়েছেন। তিনি আলোচিত ডাকাত শাহীন বাহিনীর প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) রাত ৩টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বেলতলী এলাকার আব্দুল হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে ওই এলাকায় গুলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পুলিশের উপস্থিতির আগমুহূর্তে দুর্বৃত্তরা শফিউল আলমকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউল আলম প্রকাশ লেদা পুতু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ডাকাত শাহীন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার নিয়ন্ত্রিত অবৈধ কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব লেদা পুতুর হাতে ন্যস্ত ছিল বলে স্থানীয়দের দাবি। নিহত শফিউল আলমের দুটি অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা